ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

সেন্টমার্টিনে ইয়াবার বড় চালান জব্দ

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৪৮, ২৮ মার্চ ২০২৩

কক্সবাজারের টেকনাফ সেন্টমার্টিন দ্বীপ থেকে আবারও ৭ লাখ পিস ইয়াবার একটি বড় চালান জব্দ করেছে কোস্ট গার্ড।

সোমবার (২৮মার্চ) রাত ২টার দিকে সেন্টমার্টিন উপকূলের দক্ষিণ পূর্ব এলাকায় অভিযান চালিয়ে এ চালানটি জব্দ করা হয় বলে জানায় কোস্ট গার্ড সূত্র। এসময় একটি নৌকাও জব্দ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান। 

তিনি জানান, মিয়ানমার থেকে নৌকায় করে ইয়াবার একটি চালান বাংলাদেশে আসার গোপন খবরের ভিত্তিতে কোস্ট গার্ডের একটি বিশেষ দল সেন্টমার্টিন পূর্ব চরে ওৎ পেতে থাকে। রাতে মিয়ানমারের দিক থেকে কটি নৌকা সেন্টমার্টিন উপকূলে চরের কাছাকাছি পৌঁছলে কোস্ট গার্ড সদস্যরা নৌকাটি চ্যালেঞ্জ করে। 

কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি দেখে নৌকায় থাকা দুই পাচারকারী সাগরে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। এরপর নৌকাটিতে তল্লাশি চালিয়ে পলিথিনের বস্তায় বিশেষ কায়দায় রাখা ৭ লাখ পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।

জব্দ করা ইয়াবা টেকনাফ থানায় হস্তান্তর করা  হবে বলে জানান কোস্ট গার্ডদের এ কর্মকর্তা ।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি