ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

লাঙ্গলবন্দে মহাতীর্থ অষ্টমী স্নানোৎসব শুরু

নারায়ণগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ১৬:০২, ২৯ মার্চ ২০২৩ | আপডেট: ১৬:০৩, ২৯ মার্চ ২০২৩

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদের তীরে শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের মহাতীর্থ অষ্টমী স্নান উৎসব। দুইদিন ব্যাপী এ উৎসবে নদের ১৮টি ঘাটে প্রায় ১০ লাখের বেশি পুণ্যার্থী আগমন ঘটবে বলে প্রত্যাঁশা আয়োজকদের। পুণ্যার্থীদের নিরাপত্তায় ৩ কিলোমিটার এলাকা জুরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুণ্য লাভের আশায় আগত তীর্থযাত্রীরা প্রর্থাণা করছেন দেশ ও জাতির কল্যানে। এদিকে উৎসবকে যানযট সৃষ্টি হয়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কয়েক কিলোমিটার এলাকাজুড়ে।  

‘হে মহাভাগ ব্রহ্মপুত্র, হে লোহিত্য, আমার পাপ হরণ করো’ এই মন্ত্র পাঠ করে ফুল, বেলপাতা, ধান, দূর্বা, হরীতকী, ডাব, আম্রপল্লব দিয়ে সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থীরা পাপমুক্তির বাসনায় লাঙ্গলবন্দে স্নানোৎসবে অংশ নিচ্ছেন। শুল্কা তিথি অনুযায়ী মঙ্গলবার রাত ৯টা ১৭ মিনিট থেকে দুইদিন ব্যাপী হিন্দু ধর্মাবলম্বীদের মহাঅষ্টমীর স্নানোৎসব শুরু হয় নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদে। দেশ-বিদেশ থেকে আসা লাখো পুণ্যার্থীদের পদচারণে মুখরিত হয়ে ওঠে লাঙ্গলবন্দের সাড়ে তিন কিলোমিটার এলাকা। নদের ১৬টি ঘাটে পুণ্যার্থীদের ঢল নামে। পুণ্য লাভের আশায় আগত তীর্থযাত্রীরা প্রার্থনা করেন দেশ ও জাতির কল্যাণে। এদিকে উৎসবকে যানযট সৃষ্টি হয়েছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ২০ কিলোমিটার এলাকাজুড়ে।

পুরান মতে, হিন্দু দেবতা পরশুরাম হিমালয়ের মানস সরোবরে গোসল করে পাপমুক্ত হন। লাঙ্গল দিয়ে চষে হিমালয় থেকে এ পানিকে বহ্মপুত্র নদরূপে নামিয়ে আনেন সমভূমিতে। পৌরাণিক এ কাহিনীকে স্মরণ করে প্রতি বছর চৈত্র মাসে মহাতীর্থ অষ্টমীতে লাখ লাখ তীর্থযাত্রী পুণ্য লাভের আশায় জড়ো হন নারায়ণগঞ্জের বন্দর উপজেলার লাঙ্গলবন্দের ব্রহ্মপুত্র নদে।

এবার বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল, ভূটান ও শ্রীলংকা থেকে পূণ্যার্থীরা স্নানোৎসবে এসেছে। দেশ-বিদেশি ১০ লাখের বেশি পুণ্যার্থীর স্নাণ উৎসবে আগমন ঘটেছে বলে জানান আয়োজকরা।

পুণ্যার্থীদের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, র‌্যাব, আনসার তিনস্থরে নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। তীর্থস্থানের তিন কিলোমিটার এলাকা সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। স্থাপন করা হয়েছে ওয়াচ টাওয়ার। যানজট নিরসনে ট্রাফিক ও নদীতে নৌপুলিশ কাজ করছেন।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি