ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

নিখোঁজের এক সপ্তাহ পর দুই শিশু কন্যা উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৭, ৩ এপ্রিল ২০২৩

Ekushey Television Ltd.

নিখোঁজের এক সপ্তাহ পর দুই শিশু কন্যাকে উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।  

সোমবার দুপুরে সিএমপি কার্যালয়ে ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার মাহতাবউদ্দিন চৌধুরী জানান, গতকাল রাতভর নগরীর খুলশি ও চাঁন্দগাও এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

২৭ মার্চ রাতে খুলশী সেগুনবাগান থেকে নিখোঁজ হয় ৯ বছরের জান্নাত। আর ২৮ মার্চ মায়ের সাথে রাগ করে হালিশহরের বাসা থেকে বেরিয়ে যায় ৮ বছরের মায়েশা। এক ব্যক্তি তাকে রাস্তা থেকে স্থানীয় থানায় দিয়ে আসেন। 

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি