ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

এক্সপ্রেসওয়েতে ট্রাক চাপায় পথচারীর মৃত্যু

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশিত : ১৪:০০, ১০ এপ্রিল ২০২৩

Ekushey Television Ltd.

মাদারীপুরে শিবচরে এক্সপ্রেসওয়েতে ট্রাকচাপায় কাবুল বেপারী (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সোমবার (১০ এপ্রিল) সকালে ভাঙ্গা-মাওয়া এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচর উপজেলার পাঁচ্চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত কাবুল বেপারী উপজেলার  রাজারচর তাহের বেপারির কান্দি এলাকার মৃত মোসলেম বেপারীর ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।

পু‌লিশ ও স্থানীয়রা জানান, সোমবার সকালে পাঁচ্চর সংলগ্ন ভাঙ্গা-মাওয়া এক্সপ্রেসওয়ে পার হবার সময় ঢাকাগামী একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘাতক ট্রাকটিকে জব্দ করেছে হাইওয়ে পুলিশ। 

শিবচর হাইওয়ে থানার উপ-পরিদর্শক আব্দুল্লাহ হেল বাকী জানান, শিবচরের পাঁচ্চর যাত্রী ছাউনি সংলগ্ন সড়কে এক পথচারী রাস্তা পার হতে গেলে ঢাকাগামী দ্রুতগতির ট্রাকটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।

এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান পুলিশ কর্মকর্তা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি