ঢাকা, সোমবার   ১২ মে ২০২৫

কলহের জেরে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১১:৩৭, ১৯ এপ্রিল ২০২৩

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ায় পারিবারিক কলহের জের ধরে জান্নাতুল ফেরদৌসী (৩৫) নামের ৩ সন্তানের জননীকে ছুরিকাঘাতে হত্যা করেছে স্বামী কাউসার মোল্লা (৫০)। ঘটনার পর থেকেই স্বামী পলাতক। 

আজ বুধবার সকালে পৌর শহরের কলেজ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ সকালেই ঘর থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। 

নিহত জান্নাতুল ফেরদৌসী জেলার আখাউড়া উপজেলার গঙ্গাসাগর দিঘীর পাড় এলাকার মৃত আরু মিয়ার মেয়ে। ঘটনার পর থেকে ঘাতক স্বামী পলাতক রয়েছে। সে সদর উপজেলার ঘাটিয়ারা গ্রামের মৃত মোঃ আউয়াল মিয়ার ছেলে। 

নিহতের পরিবারের সদস্যরা জানান, কাউসার মোল্লা ও জান্নাতুল শহরের কলেজ পাড়ায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকত। তবে কাউসার দীর্ঘদিন ধরে জুয়া খেলা ও পরকীয়ায় লিপ্ত ছিল। এসব নিয়ে প্রায়ই জান্নাতুলের সঙ্গে স্বামীর কলহ চলত। এরই জের ধরে সকালে কাউসার মোল্লা ধাঁড়ালো ছুরি দিয়ে স্ত্রী জান্নাতুলকে হত্যা করে। 

বিষয়টির টের পেয়ে তাদের সন্তানরা কক্ষে যাওয়া মাত্রই তিনি ঘর আটকিয়ে পালিয়ে যান। 

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। ঘাতক স্বামীকে গ্রেফতারে চেষ্টা চলছে।  

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি