ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

লক্কড়-ঝক্কড় বাস মহাসড়কে নামানোর পাঁয়তারা (ভিডিও)

সুখেন এদবর, বরিশাল থেকে

প্রকাশিত : ১২:১২, ১৯ এপ্রিল ২০২৩

ঈদকে সামনে রেখে বরিশালে পুরোনো ত্রুটিপূর্ণ বাস মেরামতের হিড়িক পড়েছে। ফিটনেসবিহীন বাসগুলো সড়কে চলাচল করলে দুর্ঘটনার আশঙ্কা করছেন যাত্রীর। তবে বিআরটিএ বলছে, এমন যানবাহন চলাচল করলে ব্যবস্থা নেয়া হবে। 

বরিশাল নগরীর রূপতলী ও নতুল্লাবাতের মোটর মেরামত কারখানাগুলোর কর্মিরা এখন দিন-রাত কাজ করছেন। তারা জানান, ঈদের আগে পুরাতন গাড়ি মেরামতে ব্যস্ত তারা।  

তারা জানান, ঈদের আগে গাড়ি সরবরাহ করতে হবে তাই ৮-১০ মিলে কাজ করছি। পুরাতন গাড়িতে কিছু ত্রুটি ছিল সেগুলো ঠিক করা হচ্ছে।

পদ্মা সেতু চালুর পর ঢাকা-বরিশাল রুটে সড়ক পথে ভাড়া কমেছে, কমেছে যাতায়াতের সময়। একারণে এবার ঈদে এই সুযোগ কাজে লাগাতে তৎপর এক শ্রেণীর পরিবহন মালিকরা। তারা লক্কড়-ঝক্কড় বাস মেরামত করে মহাসড়কে নামানোর পাঁয়তারা করছে।

ফিটনেসবিহীন এসব বাস সড়কে চলাচল করলে দুর্ঘটনার আশংকা সাধারণ মানুষের।

সাধারণ যাত্রীরা জানান, যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। এতে মানুষের জান-মালের ক্ষতি হতে পারে। যেটা আনফিট সেগুলো মেরামত করলেও ঝুঁকি থাকে। 

তবে বাস মালিক সমিতির সাধারণ সম্পাদকের দাবি সড়কে ফিটনেস বিহিন যানবাহন চলাচলে অনুমতি দেয়া হয়নি।  

বরিশাল বাস মালিক সমিতির কিশোর কুমার দে বলেন, “ফিটনেসবিহীন বা লক্কর-ঝক্কর গাড়ি সড়কে দেখাতে পারলে সব দায়ভার মাথা পেতে নেবো। ফিটনেসবিহীন কোনো গাড়ি সমিতি থেকেই বন্ধ রাখা হয়েছে।

কর্তৃপক্ষ বরছে, ফিটনেসবিহীন গাড়ি সড়কে চলাচল করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। 

বরিশাল বিআরটিএ পরিচালক মো.জিয়াউল রহমান বলেন, “ফিটনেসবিহীন, রুটপারমিনবিহীন গাড়ি রাস্তায় চলাচল করতে পারবেনা। আমরা প্রতিনিয়ত মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নিচ্ছি। সাথে সাথে অভিযানের মাধ্যমে পুলিশও ব্যবস্থা নিবে।”

এসব পরিবহন চলাচলে বন্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি যাত্রীদের।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি