ঢাকা, সোমবার   ২০ মে ২০২৪

কক্সবাজারে ১০ মরদেহ উদ্ধার: পুরোপুরি নিশ্চিত না হয়ে হস্তান্তর নয়

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৯:২৮, ২৪ এপ্রিল ২০২৩

কক্সবাজার নাজিরারটেক সমুদ্র উপকূলে বাঁকখালী নদীর মোহনায় ভাসমান ট্রলার থেকে ১০ জনের মৃতদেহ উদ্ধারের ঘটনায় এখনও পুরোপুরি মৃতদেহগুলো শণাক্ত করতে পারেনি পুলিশ। হাসপাতাল মর্গের সামনে স্বজনরা মৃতদেহ গুলোর শনাক্তের কথা বললেও পুলিশ বলছে তারা পুরোপুরি নিশ্চিত নয়। নিশ্চিত হওয়ার পরেই মৃতদেহগুলো হস্তান্তর করা হবে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম বলেছেন,‘ভাসমান ট্রলার থেকে উদ্ধার হওয়া মৃতদেহগুলো এখনও হাসপাতাল মর্গে রয়েছে। এসব মৃতদেহগুলো এখনও ময়নাতদন্তের প্রক্রিয়াধীন। ময়নাতদন্তের পর ‘ডিএনএ’ পরীক্ষা থেকে শুরু করে বেশকিছু আইনি প্রক্রিয়া রয়েছে। এরপরই স্বজনদের কাছে মৃতদেহ হস্তান্তর করা হবে। এর আগে নয়।’

ভাসমান ট্রলার থেকে মৃতদেহ উদ্ধারের ঘটনায় এখনও মামলা হয়নি উল্লেখ করে মো. রফিকুল ইসলাম বলেন, ‘এটি একটি বড় হত্যাকাণ্ডের ঘটনা। এ নিয়ে সিআইডি-পিবিআইসহ আইনশৃংখলা বাহিনী কাজ করছে। তাদের কাজ শেষ হলে পুরো ঘটনা সম্পর্কে অবহিত করা হবে।’

এর আগে রবিবার সকালে রশি দিয়ে ট্রলারটি টেনে কক্সবাজারের নাজিরারটেক বাঁকখালী নদীর মোহনায় নিয়ে আসেন স্থানীয় জেলেরা। খবর পেয়ে দুপুর ২টার দিকে ঘটনাস্থলে গিয়ে ১০ জনের মৃতদেহ উদ্ধার করে পুলিশ ও ফায়ার সার্ভিস। মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মর্গের সামনে স্বজনরা মৃতদেহগুলো শণাক্তের কথা জানান। পুলিশ এসব স্বজনদের কথায় নিশ্চিত হতে পারছেন না।
কেআই//
 


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি