ঢাকা, মঙ্গলবার   ০৮ অক্টোবর ২০২৪

মাদারীপুরে ট্রাকের চাপায় যুবকের মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত : ০৯:০৯, ২৬ এপ্রিল ২০২৩ | আপডেট: ০৯:৩৪, ২৬ এপ্রিল ২০২৩

মাদারীপুর সদর উপজেলায় ট্রাকের চাপায় ভবতোষ সরকার (২৮) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ২ জন।

মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকালে উপজেলার মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কের আছমত আলী খান ব্রিজের ঢালে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে ভবতোষ তার দূর সম্পর্কের আত্মীয় শিশির সরকার ও রিপন চক্রবর্তীর সঙ্গে মোটরসাইকেলে কালকিনির রাজারচর যাওয়ার জন্য বের হয়েছিলেন। তাদের মোটরসাইকেলটি আছমত আলী খান ব্রিজ এলাকায় আসলে পেছন দিক থেকে আসা একটি ট্রাক সজোরে ধাক্কা দেয়। 

এতে তাদের মোটরসাইকেলটি রাস্তায় পড়ে গেলে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ভবতোষ ঘটনাস্থলেই মারা যান। এছাড়া দুর্ঘটনায় শিশির সরকার ও রিপন চক্রবর্তী গুরুতর আহত হন। 

নিহত ভবতোষ সরকার উপজেলার কেন্দুয়া ইউনিয়নের উত্তর কলাগাছিয়া এলাকার নারায়ণ সরকারের ছেলে। 

এ বিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি