ঢাকা, বুধবার   ১১ ডিসেম্বর ২০২৪

ঘূর্ণিঝড় ‘মোখা’ আতঙ্কে সাতক্ষীরার উপকূলবাসী (ভিডিও)

মনিরুল ইসলাম মিনি, সাতক্ষীরা থেকে

প্রকাশিত : ১৪:৪৬, ৮ মে ২০২৩

ঘূর্ণিঝড় ‘মোখা’ আতঙ্ক সাতক্ষীরার উপকূলে। বাসিন্দাদের অভিযোগ, প্রশাসনের নেই প্রচারণা ও পূর্ব প্রস্তুতি। ক্ষয়ক্ষতি রোধে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের দাবিও তাদের। 

প্রায় প্রতি বছরই ঘূর্ণিঝড় আঘাত হানে ভৌগোলিকভাবে ঘূর্ণিঝড়প্রবণ বাংলাদেশে। ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটে উপকূলে।

সিডর, আইলা, আম্পান, ফনি, বুলবুল এবং গেল বছরের সিত্রাংয়ের ক্ষয়ক্ষতি কাটিয়ে না উঠতেই ফের ঘূর্ণিঝড় মোখার আতঙ্ক। 

কিন্তু মোখা মোকাবেলায় প্রচারণা ও প্রস্তুতি না থাকার অভিযোগ সাতক্ষীরার উপকূলবাসীর।

উপকূলবাসীরা জানান, যে দুর্যোগটা আসতে যাচ্ছে তা যাতে মোকাবেলা করতে পারি, আমরা যাতে আশ্রয় কেন্দ্রে নিরাপদে যেতে পারি এবং সেখানে যাতে খাদ্য ও জরুরি প্রয়োজনীয় সামগ্রীর ব্যবস্থা করা হয়।

উপকূলে আজও নির্মিত হয়নি স্থায়ী বাঁধ। সংকট আশ্রয়কেন্দ্রেরও।

শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউল হক দোলন বলেন, “যদি টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হয় তাহলে দুর্যোগে জান-মালের ক্ষতি অনেক কম হবে।”

জান-মাল রক্ষায় কার্যকর টেকসই ব্যবস্থা চান বারবার দুর্যোগে ক্ষতিগ্রস্ত উপকূলবাসী।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি