ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে সীতাকুণ্ডে বিক্ষোভ মিছিল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৪, ২৩ মে ২০২৩

Ekushey Television Ltd.

রাজশাহীতে বিএনপির সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে ও সারাদেশে বিএনপি জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য, ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সীতাকুন্ড উপজেলা ছাত্রলীগ। 

২২ মে বিকেল ৪ টায় সীতাকুণ্ড উত্তর বাজার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে সীতাকুণ্ড সদর প্রদক্ষিণ করে সীতাকুণ্ড বাজারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের সভাপতি শিহাব উদ্দীন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম রিয়াদ জিলানীর সন্চালনায় সমাবেশ বক্তব্য রাখেন সৈয়দপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মেজবা উদ্দীন রানা, ভাটিয়ারী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহিন আহমেদ, বারৈয়াঢালা ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক সাইফুল ইসলাম,  পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমজাদ, মুরাদপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক বাপ্পি, বাড়বকুণ্ড ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক মিনহাজ, নাহিদুজ্জামান নিশাত, কুমিরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি টিপু, সোনাইছড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন, সলিমপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক আশরাফ রহমান প্রমুখ। 

সমাবেশে বক্তারা মাননীয় প্রধানমন্ত্রী কে হত্যার হুমকিদাতা রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন ও বিএনপি জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে সীতাকুণ্ডের ছাত্রসমাজকে আহ্বান জানান।

এমএম//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি