ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪

পোড়া তেলের ব্যবসার নিয়ন্ত্রণ নিতে যুবককে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৪৬, ২৭ মে ২০২৩ | আপডেট: ১১:০৮, ২৭ মে ২০২৩

নারায়ণগঞ্জের বন্দরে পোড়া তেলের ব্যবসার নিয়ন্ত্রণ ও  আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে ক্যাপ রোমান নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৫ জন। 

শুক্রবার রাত ৯টায় উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ঘারমোড়া এলাকায় এঘটনা ঘটে। নিহত রোমান মদনগঞ্জ এলাকার আদু মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পোড়া তেলের ব্যবসার নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন যাবৎ অনিক ও রোমান গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। রাতে তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের ১৫ জন আহত হয়। আহত রোমানকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গুরুতর আহতদের আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বন্দর থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এঘটনায় রোমান নামে এক যুবক নিহত হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি