ঢাকা, শনিবার   ১৪ সেপ্টেম্বর ২০২৪

ছেলেকে স্কুলে দিয়ে বাড়ি ফেরা হলোনা শান্তি মিয়ার

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩৫, ৩০ মে ২০২৩

চুয়াডাঙ্গায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে শান্তি মিয়া (৩৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে একই দিন সকাল ৮টার দিকে সদর উপজেলার ছয়মাইল এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। 

নিহত শান্তি মিয়া একই উপজেলার বুড়োপাড়ার আব্দুল মোতালেবের ছেলে।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান জানান, সকালে সরোজগঞ্জ বাজারের একটি স্কুলে ছেলেকে রেখে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন শান্তি মিয়া। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। 

এতে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সাদিয়া মা-আরিজ জানান, শান্তি মিয়া পায়ে গুরুতর আঘাত পেয়েছেন। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে নেয়ার পথে মারা যান তিনি।

ওসি আরও জানান, ওই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি