ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪

রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে মাদ্রাসা ছাত্র নিহত

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০০, ৫ জুন ২০২৩

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বশির আহমেদ (১৯) নামে এক মাদ্রাসা ছাত্রকে গুলি করে হত্যা করেছে একদল দুর্বৃত্ত। 

আজ সোমবার (৫ জুন) ভোরে উখিয়া কুতুপালং ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-৬ ব্লক এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত বশির কুতুপালং ৬ নম্বর ক্যাম্পের সি-৬ ব্লকের মৃত রহমত উল্লাহর ছেলে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, কুতুপালং ৬ নম্বর ক্যাম্পে ১০-১২ জনের একদল দুর্বৃত্ত একত্রিত হয়ে মাদ্রাসা ছাত্র বশিরকে বাড়ি থেকে বের করে উপর্যুপরি গুলি করে পালিয়ে যায়। 

পরবর্তীকালে এপিবিএন ও থানা পুলিশের টিম ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ বশিরের মরদেহ উদ্ধার করে স্থানীয় এমএসএফ হাসপাতালে নেয়। সেখানেই চিকিৎসক বশিরকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসীরা এই হত্যাকান্ড সংঘটিত করে। তিনি জানান ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি