ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

পটুয়াখালীতে র‍্যাবের ভূয়া ক্যাপ্টেন আটক

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১০:১৩, ১৭ জুন ২০২৩

Ekushey Television Ltd.

র‌্যাবের ভুয়া ক্যাপ্টেন পরিচয় দিয়ে বিকাশের মাধ্যমে অর্থ আত্মসাৎ করার অভিযোগে শহীদুল ইসলাম (৪০) নামের এক প্রতারককে  আটক করেছে পটুয়াখালী র‌্যাব-৮ এর সদস্যরা। 

শুক্রবার রাতে জেলার গলাচিপা উপজেলার বড় গাবুয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব সূত্র জানায়, গত ১৮ মে  শহীদুল নিজেকে র‌্যাবের ক্যাপ্টেন মোঃ মনিরুজ্জামান পরিচয় দিয়ে বরগুনা জেলার আমতলী থানার বাসিন্দা মোঃ ইব্রাহিম হাওলাদার (৩৮)’র মোবাইলে কল দিয়ে মামলা ও হত্যার হুমকিসহ নানা ভয়-ভীতি দেখিয়ে টাকা দাবি করেন। প্রাণভয়ে নিরুপায় ইব্রাহিম বিকাশ নম্বরে ১০ (দশ হাজার) টাকা পাঠন। 

পরবর্তীতে একাধিকবার কল করে বিভিন্ন ভয়-ভীতির মাধ্যমে শহিদুল আরও টাকা চাইলে ইব্রাহিম প্রতারণার বিষয়টি বুঝতে পেরে র‌্যাবের কাছে লিখিত অভিযোগ দাখিল করেন। 

র‌্যাব ঘটনার সত্যতা পেয়ে শহিদুলকে গ্রেফতারের লক্ষ্যে তদন্ত শুরু করে। শুক্রবার রাতে নিজ বসতবাড়ি থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব। এ সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত একটি মোবাইল ও ২টি বিকাশ নম্বর সম্বলিত সীমকার্ড জব্দ করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শহীদুল ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার বিষয়টি র‌্যাবের কাছে স্বীকার করেন। 

 মামলা দিয়ে শহিদুলকে আমতলি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। শহিদুল গলাচিপা উপজেলার বড় গাবুয়া গ্রামের মোসলেম প্যাদার ছেলে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি