চার দিনের সফরে চট্টগ্রামে ভারতীয় নৌবাহিনীর জাহাজ
প্রকাশিত : ১৪:২১, ১৯ জুন ২০২৩
 
				
					চার দিনের শুভেচ্ছা সফরে বাংলাদেশে এসেছে ভারতীয় নৌবাহিনীর জাহাজ ‘আইএনএস কিলতান’।
সোমবার সকালে চট্টগ্রাম বন্দর জেটিতে এসে পৌঁছালে জাহাজটিকে স্বাগত জানান চট্টগ্রাম নৌ-অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন ফয়েজ।
এসময়ে নৌবাহিনীর সুসজ্জিত বাদকদল ঐতিহ্যবাহী রীতিতে ব্যান্ড পরিবেশন করে। বাংলাদেশে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনারসহ নৌবাহিনীর পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশে অবস্থানকালে জাহাজটির অধিনায়ক কমান্ডার আরজিত পান্ডে চট্টগ্রাম নৌ-অঞ্চলের কমান্ডার এবং চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যানের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন।
শুভেচ্ছা সফর শেষে আগামী ২২ জুন জাহাজটি বাংলাদেশ ত্যাগ করার কথা রয়েছে।
এএইচ
আরও পড়ুন
 
				        
				    






























































