ঢাকা, সোমবার   ০৯ ডিসেম্বর ২০২৪

মাদক মামলায় পুলিশের এসআইসহ ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ০৯:০৯, ২২ জুন ২০২৩

ঠাকুরগাঁওয়ে চাঞ্চল্যকর একটি মাদক মামলায় পুলিশের বরখাস্তকৃত এসআইসহ দুইজনের যাবজ্জীবন কারাদন্ড এবং প্রত্যেককে ১২ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত।

বুধবার ঠাকুরগাঁও সিনিয়র জেলা ও দায়রা জজ মামুনুর রশিদ এ রায় প্রদান করেন।

একই আদালত অপর একটি ধারায় উল্লেখিত দুই আসামিকে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা প্রদান করে।

মামলার বিবরণে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ২০১৯ সালের ২৩ জুন ঠাকুরগাঁও ডিবি পুলিশের একটি দল জেলার পীরগঞ্জ উপজেলার পুরাতন ডাক বাংলো এলাকায় অভিযান পরিচালনা করে পীরগঞ্জ থানায় কর্মরত এসআই হেলাল উদ্দীন প্রমানিক (৪২)র কাছ থেকে পাঁচ হাজার পিস ইয়াবা ও অপর আসামি মানিক দাসের দেহ তল্লাসী করে তিন হাজারসহ মোট ৮ হাজার পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট ও নগদ ৫০ হাজার টাকা উদ্ধার করে।

পরে হেলাল উদ্দীন প্রামানিকের তথ্য অনুযায়ী তার বাড়িরখাটের নীচ থেকে দুই কেজি গাঁজাও উদ্ধার করা হয়।

এ ঘটনায় ওই দিনই ডিবি পুলিশের এসআই (নি:) রুপ কুমার সরকার বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে পীরগঞ্জ থানায় একটি মাদক মামলা দায়ের করেন। 

দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে তৎকালীন পীরগঞ্জ থানার এসআই ও নওগাঁ জেলার দরিয়াপুর গ্রামের বাসিন্দা হেলাল উদ্দীন প্রমানিক (৪২) ও মামলার দ্বিতীয় আসামি ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার মন্ডলাদাম গ্রামের মানিক দাস (৩৫)কে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান ও প্রত্যেককে ১২ লাখ টাকা করে জরিমানার আদেশ প্রদান করেন বিচারক।

এ ঘটনায় আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার ৩নং আসামি মাসুদ রানা (২৮)কে মামলা থেকে অব্যাহতি প্রদান করা হয়।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি