তেলবাহী জাহাজে বিস্ফোরণে নিখোঁজ আরও দুইজনের মরদেহ উদ্ধার
								একুশে টেলিভিশন
							
প্রকাশিত : ১৭:০৪, ৩ জুলাই ২০২৩
 
				
					ঝালকাঠিতে তেলবাহী জাহাজে আগুন ও বিস্ফোরণে নিখোঁজ আরও দুইজনের মরদেহ উদ্ধার হয়েছে। 
সোমবার দুপুরে বিস্ফোরণে বিচ্ছিন্ন জাহাজটির ইঞ্জিনরুমের উপরের অংশে পানির নিচে পাওয়া যায় কেবিনমাস্টার রুহুল আমিন ও সুপারভাইজার মাহামুদুর রহমানের মরদেহ।
এ নিয়ে তিনজনের খোঁজ মিলল। নিখোঁজ রয়েছেন আরও একজন। উদ্ধারকারী জাহাজ নির্ভিক, ফায়ার সর্ভিস ও কোস্টগার্ডের ডুবুরিদল তল্লাশি অব্যাহত রেখেছে।
এসবি/
আরও পড়ুন
 
				        
				    






























































