ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

উখিয়া ক্যাম্পে ৫ রোহিঙ্গা হত্যায় অস্ত্রসহ আটক ৬

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫৬, ৮ জুলাই ২০২৩ | আপডেট: ১৬:০০, ৮ জুলাই ২০২৩

Ekushey Television Ltd.

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আলোচিত ফাইভ মার্ডারের ঘটনায় জড়িত সন্দেহে ৬ জন রোহিঙ্গা দুষ্কৃতিকারীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। এসময় তাদের কাছ থেকে একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

শুক্রবার গভীর রাতে ৮ ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তারা সবাই ওই ক্যাম্পের বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করেছেন ৮ এপিবিএনের সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম জানিয়েছেন, ফাইভ মার্ডারের ঘটনায় এখনও ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে কোন ধরণের অভিযোগ জমা দেওয়া হয়নি। সে কারণে এখনও মামলা রেকর্ড করা হয়নি। মরদেহ দাফনের পর পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হলে মামলা রেকর্ড করা হবে। 

তিনি বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি