ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

নিখোঁজের ৬ দিন পর দুই স্কুলছাত্রীকে ঢাকা থেকে উদ্ধার

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত : ০৯:১৪, ১২ জুলাই ২০২৩ | আপডেট: ১১:৩২, ১২ জুলাই ২০২৩

Ekushey Television Ltd.

ঝালকাঠির রাজাপুরে নিখোঁজের ছয় দিন পরে দুই স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। 
 
মঙ্গলবার দুপুরে রাজাপুর থানায় প্রেস ব্রিফিং করে এ তথ্য জানান সিনিয়র সহকারী পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) মো. মাসুদ রানা। 

তিনি জানান, গত ৪ জুলাই বিকালে দুই স্কুলছাত্রী বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। নিখোঁজের পরে ৫ জুলাই রাজাপুর থানায় সাধারণ ডায়েরি করেন তাদের পরিবার। পরে তথ্য প্রযুক্তির মাধ্যমে ডাটা সংগ্রহ করে ঢাকার একটি বাসা থেকে তাদেরকে উদ্ধার করে রাজাপুরে নিয়ে আসে পুলিশ। 

মঙ্গলবার দুপুরে দুই স্কুলছাত্রীকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা দুজনেই রাজাপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম ও ৭ম শ্রেণীর ছাত্রী।

পুলিশ কর্মকর্তা আরও জানান, কিছুদিন ধরে রাজাপুরে ঘটে যাওয়া ধর্ষণসহ বিভিন্ন ঘটনায় অপরাধীদের খুব দ্রুত গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি