ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রের কয়লা নিয়ে মোংলায় বিদেশি জাহাজ

মোংলা প্রতিনিধি 

প্রকাশিত : ১৩:০৬, ১৩ জুলাই ২০২৩ | আপডেট: ১৩:৩৫, ১৩ জুলাই ২০২৩

Ekushey Television Ltd.

ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৩১ হাজার মেট্টিক টন কয়লা নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে এমভি পানাগিয়া কানালা। 

কয়লাবাহী এ জাহাজটি বৃহস্পতিবার (১৩ জুলাই) সকাল ১০টায় বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়ীয়ার-১১ নম্বর এ্যাংকোরেজে ভিড়ে। দুপুর ১টা থেকে জাহাজটি হতে এ কয়লা খালাস ও পরিবহনের কাজ শুরু হবে বলে জানিয়েছে স্থানীয় শিপিং এজেন্ট। 

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট 'টগি শিপিং এন্ড লজিস্টিকের খুলনার সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক জানান, ৩১ হাজার মেট্টিক টন কয়লা নিয়ে গত ২৬ জুন ইন্দোনেশিয়া থেকে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে লাইব্রেরিয়ান পতাকাবাহী জাহাজ এমভি পানাগিয়া কানালা। এরপর কয়লাবাহী এ জাহাজটি বৃহস্পতিবার সকাল ১০টায় মোংলা বন্দরের হাড়বাড়ীয়ার-১১নম্বর এ্যাংকোরেজে ভিড়েছে।

বিদেশী জাহাজের খালাসকৃত কয়লা পরিবহন করে নেয়া হবে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের জেটিতে। জেটি থেকে এ কয়লা সংরক্ষণ করা হবে কেন্দ্রটির গোডাউনে।

উল্লেখ্য, এর আগে ১০ জুন এমভি জে হ্যায়, ২৫ জুন এমভি বসুন্ধরা ইমপ্রেস, ২৯ মে এমভি বসুন্ধরা ম্যাজেস্টি জাহাজ ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে আসে মোংলা বন্দরে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি