ঢাকা, মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০২৪

টাঙ্গাইলে ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ০৮:২৩, ১৫ জুলাই ২০২৩

টাঙ্গাইলের ধনবাড়ীতে ট্রাকচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। 

শুক্রবার (১৪ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার জামতলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার সিংগাটা গ্রামের মাসুদ রানার স্ত্রী খাদিজা আক্তার (৩৭), একই উপজেলার ছত্রপুর গ্রামের মোতালেবের মেয়ে জুলেখা আক্তার (৩৩), গংগাবর গ্রামের আব্দুল মোতালেবের ছেলে অটোরিকশাচালক কাউসার (২৬)।

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচএম জসিম উদ্দিন জানান, রাতে ধনবাড়ী সদর থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা যাত্রী নিয়ে জামতলি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দেয়। 

এ সময় আহত অবস্থায় অটোরিকশার ৮ যাত্রীকে হাসপাতালে নেওয়ার পথে তিনজনের মৃত্যু হয়। অপর পাঁচ যাত্রীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। 

সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।

এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে বলে জানান ওসি।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি