ঢাকা, রবিবার   ০৬ অক্টোবর ২০২৪

কলাপাড়ায় একটি বার্মিজ অজগর উদ্ধার

কুয়াকাটা-কলাপাড়া প্রতিনিধি

প্রকাশিত : ১৪:২৫, ২৫ জুলাই ২০২৩

পটুয়াখালীর কলাপাড়ায় ১২ ফুট দৈর্ঘ্যর একটি বার্মিজ অজগর উদ্ধার করে অবমুক্ত করেছে এনিমেল লাভারস অব পটুয়াখালী নামে একটি সংগঠন।

সোমবার রাত এগারোটার দিকে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের পূর্ব মধুখালী গ্রামের একটি পরিত্যক্ত ঘর থেকে সাপটি উদ্ধার করা হয়। পরে মঙ্গলবার দুপুরে উপজেলা বন বিভাগের সহয়তায় সাপটি কুয়াকাটার সংরক্ষিত লেম্বুর বনে অবমুক্ত করা হয়েছে। 

এনিমেল লাভারস অব পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার রাকায়েত আহসান জানান, পরিত্যক্ত ঘরে সাপটি দেখে স্থানীয়রা তাদের খবর দেয়, এরপর তারা সাপটি উদ্ধার করে। 

এর আগেও এই সংগঠন বেশ কিছু বন্যপ্রাণী উদ্ধার করে বনে অবমুক্ত করেছে। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি