ঢাকা, শনিবার   ২৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গাজীপুরে ট্রাক চাপায় সাংবাদিক নিহত 

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪৯, ৪ আগস্ট ২০২৩

Ekushey Television Ltd.

গাজীপুরের কাপাসিয়ায় মোটরসাইকেল আরোহী মঞ্জুর হোসেন মিলন নামে স্থানীয় এক সাংবাদিক ড্রাম ট্রাকের চাপায় নিহত হয়েছেন। এই ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা গেলে চালক পালিয়ে গেছে বলে জানিয়েছেন কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ এ এইচ এম  লুৎফুল কবির।

শুক্রবার সকালে কাপাসিয়া উপজেলার কোটবাজালিয়া বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মিলন দৈনিক ভোরের দর্পণ পত্রিকার গাজীপুর প্রতিনিধি হিসেবে কাজ করতেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ভাকোয়াদি-কাপাসিয়া আঞ্চলিক সড়কে একটি বালু ভর্তি ড্রাম ট্রাক হঠাৎ মোটরসাইকেল আরোহী সাংবাদিককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পিষ্ট হয়ে নিহত হন তিনি। 

এ ঘটনায় ড্রাম ট্রাকটি আটক করা গেলেও পালিয়ে গেছে ঘাতক চালক। 

ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি