ঢাকা, মঙ্গলবার   ১০ ডিসেম্বর ২০২৪

চাঁদপুরে নৌ-পথের নিরাপত্তায় পদ্মা-মেঘনায় বিশেষ অভিযান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৪, ১০ আগস্ট ২০২৩

নৌ-পথের নিরাপত্তা আরো জোরদার ও নিশ্চিত করতে পদ্মা-মেঘনা নদীতে বিশেষ অভিযানে অবৈধ বালুবাহী ২৪টি বাল্কহেড জব্দ ও ১৯টির বিরুদ্ধে মামলা দিয়েছে নৌ-পুলিশ। এই সময় ৫০ জনকে আটক করা হয়েছে।

বুধবার দুপুর থেকে ১০ আগস্ট ভোররাত পর্যন্ত চাঁদপুরের মেঘনা মোহনা থেকে মাদারীপুরের শিবচর পর্যন্ত অভিযানে অর্ধশত বাল্কহেড যাচাই-বাছাই করা হয়।

অভিযানে নেতৃত্ব দেয়া অতিরিক্ত ডিআইজি শফিকুল ইসলাম বলেন, দেশের নৌ-পথকে শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে এই অভিযান।

এই অভিযান বৃহস্পতিবার ভোররাত পর্যন্ত করা হয়েছে । রাতে বাল্কহেডের কারণে ক’দিন আগে মুন্সীগঞ্জে ট্রলার ডুবির ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যু হয়। দুর্ঘটনা এড়াতে নৌ-পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের নৌ-পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ কামরুজ্জামান, নারায়ণগঞ্জ নৌ-পুলিশ সুপার মিনা মাহমুদা, ফরিদপুর অঞ্চলের পুলিশ সুপার আশিকুজ্জামান ও হেডকোয়ার্টারের পুলিশ সুপার আহাদুজ্জামানসহ নৌ-পুলিশের কর্মকর্তারা অভিযানে উপস্থিত ছিলেন।
 

সূত্র: বাসস

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি