ঢাকা, রবিবার   ০৬ অক্টোবর ২০২৪

মুন্সিগঞ্জ ওষুধ শিল্প পার্কে রশি ছিঁড়ে দুই রঙ মিস্ত্রির মৃত্যু

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪৪, ১২ আগস্ট ২০২৩

মুন্সিগঞ্জের গজারিয়ায় অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট ওষুধ শিল্প পার্কের একটি ভবনের বাইরের অংশে রঙ করার সময় রশি ছিঁড়ে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। 

শনিবার (১২ আগস্ট) সকাল ৯টার দিকে একমি ল্যাবরেটরিজ প্লাটে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মাদারীপুরের শিবচর উপজেলার সেনেরবাগ গ্রামের টোকন খানের ছেলে মো. শহীদ (২৭) ও একই গ্রামের আবুল মাতুব্বরের ছেলে আব্দুস সোবহান (২৫)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গজারিয়ার বাউশিয়া এলাকায় ওষুধ শিল্প পার্কে একমি ল্যাবরেটরিজ লিমিটেড প্লাটের ভেতর পাঁচ তলা ইউটিলিটি ভবনের ৪র্থ তলায় রংয়ের কাজ করছিলেন তিন রঙ মিস্ত্রি। 

এদের মধ্যে দু’জন রশিতে ঝুলে কাজ করছিলেন। অপরজন ভবনের ছাদ থেকে তাদের সহযোগিতা করছিলেন। 

একপর্যায়ে হঠাৎই রশি ছিড়ে নিচে পড়ে যান দুই মিস্ত্রি। তাদের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি