ঢাকা, সোমবার   ০৫ জানুয়ারি ২০২৬

টেবিলফ্যানে সংযোগ দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ০৯:৫২, ১৯ আগস্ট ২০২৩

Ekushey Television Ltd.

নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের পাংখারচর গ্রামে টেবিলফ্যানের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূ মিনা বেগমের (৩০) মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১৮ আগস্ট) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মিনা বেগম ওই গ্রামের মশিউর শেখের স্ত্রী।

গৃহবধূ মিনার পরিবার জানায়, শুক্রবার নিজেদের বাড়িতে টেবিলফ্যানের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মিনা বেগমকে মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি