ঢাকা, বৃহস্পতিবার   ৩০ মে ২০২৪

চট্টগ্রামে সাড়ে ৪ হাজার ছাড়াল ডেঙ্গু আক্রান্তের সংখ্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৯, ২০ আগস্ট ২০২৩

চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা সাড়ে ৪ হাজার ছাড়িয়ে গেছে। ২৪ ঘণ্টায় মারা গেছে ২বছর বয়সী শিশুসহ ২জন।

জেলা সিভিল সার্জন অফিস জানিয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে চট্টগ্রামে বিভিন্ন হাসপাতালে ৮০ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ৫২ জন এবং বেসরকারি হাসপাতালে ২৮ জন।

এ নিয়ে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫০৮ জন। চলতি বছরের জানুয়ারী থেকে চট্টগ্রামে এ পর্যন্ত ৪১ জনের মৃত্যু হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরী।

এসবি/ 
 


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি