ঢাকা, রবিবার   ১৫ সেপ্টেম্বর ২০২৪

কক্সবাজারের হোটেল থেকে আ’লীগ নেতার মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১২:৩৩, ২১ আগস্ট ২০২৩

কক্সবাজার শহরের একটি আবাসিক হোটেল থেকে সাইফ উদ্দিন (৪৫) নামে এক আওয়ামী লীগ নেতার হাত বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার (২১ আগস্ট) সকাল ১০টার দিকে শহরের হলিডের মোড়ে ‘সানমুন’ আবাসিক হোটেলের ২০৮নং কক্ষে ওই নেতার মরদেহ পাওয়া যায়। 

নিহত সাইফ উদ্দিন কক্সবাজার পৌর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ছিলেন। নিহত সাইফুদ্দিন কক্সবাজার শহরের ঘোনারপাড়া এলাকায় আবুল বশরের ছেলে। 

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, শহরের হলিডের মোড়ে সানমুন হোটেলের ২০৮নং কক্ষে ওই নেতার মরদেহ দেখে হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে তার মরদেহ উদ্ধার করেছে। 

তবে কে বা কারা তাকে হত্যা করেছে এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। এখনও তথ্য সংগ্রহ করা হচ্ছে। সিআইডি পুলিশের ক্রাইম সিনের টিম এসেছে। সিআইডি পুলিশও তদন্ত করছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি