ঢাকা, সোমবার   ২০ মে ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ায় কাভার্ডভ্যানের চাপায় অটোরিক্সার ৪ যাত্রী নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০০, ২১ আগস্ট ২০২৩ | আপডেট: ১৫:০৩, ২১ আগস্ট ২০২৩

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে কাভার্ডভ্যানের চাপায় সিএনজি চালিত অটোরিক্সার ৪ জন যাত্রী নিহত হয়েছেন। 

আজ সোমবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার সোহাগপুর বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন জেলার সরাইল উপজেলার বড়ইবাড়ি গ্রামের ফরিদা মিয়ার ছেলে মোঃ সোহেল মিয়া (২৭), একই গ্রামের নাজমুল মিয়ার ছেলে মোঃ জিলানী (৮)। বাকি দু’জনের পরিচয় এখানও জানা যায়নি। 

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকুল চন্দ্র বিশ্বাস জানান, দুপুরে ঢাকামুখী একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো ম-২৭-৮২৩৭) নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের সোহাগপুর বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি সিএনজি চালিত অটোরিক্সাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন পুরুষসহ এক শিশু মারা যায়। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে নিহত ও আহতদের উদ্ধার করে। এরমধ্যে জেলা সদর হাসপাতালে নিয়ে আসার পথে আহত একজন মারা যায়। নিহতদের মধ্যে দুই জনের পরিচয় মিলেছে অপর দু’জনের পরিচয় সনাক্তে চেষ্টা চলছে। 

এ বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি।

এএইচ


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি