ঢাকা, শুক্রবার   ১১ অক্টোবর ২০২৪

তিন দফা বৈঠকেও হয়নি সুরাহা, কর্মবিরতিতে ইন্টার্ন চিকিৎসকরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৭, ২৩ আগস্ট ২০২৩

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের উপর রোগীর স্বজনদের হামলা ও ভাংচুরের প্রতিবাদে ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে।

বুধবারও কাজে যোগ দেননি ইন্টার্ণ চিকিৎসকরা। দাবি পুরণের জন্য আজ দুপুর ১২টা পর্যন্ত সময় বেঁধে দেয় আন্দোলনকারীরা। 

এদিকে ইন্টার্ণ চিকিৎসকদের সাথে প্রশাসনের তিন দফা বৈঠকের পরও হয়নি কোনো সুরাহা। 

আজ দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে ইন্টার্ণ চিকিৎসক পরিষদের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

গেলো সোমবার রাতে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র হাসপাতালে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি