ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫

সাবেক স্ত্রীকে এসিড নিক্ষেপ করে গ্রেপ্তার

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৫৮, ২৫ আগস্ট ২০২৩

Ekushey Television Ltd.

মাদারীপুরে সাবেক স্ত্রীকে এসিড নিক্ষেপ করে মুখ পুড়িয়ে দেয়ার অভিযোগে সুমন শিকদারকে গ্রেফতার করা হয়েছে। 

সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, ১৬ আগস্ট রাতে ছলু ব্যাপারীর কান্দি এলাকায় সাদিয়া আক্তারকে তার প্রাক্তন স্বামী সুমন সিকদার এসিড নিক্ষেপ করে।

এতে সাদিয়ার মুখসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। প্রথমে শিবচর হাসপাতালে ও পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় সাদিয়ার বোন তাসলিমা আক্তার মামলা করে। পরে শরীয়তপুরের জাজিরার মাঝিরচর এলাকা থেকে সুমন শিকদারকে গ্রেপ্তার করা হয়। 

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি