ঢাকা, শনিবার   ১৮ মে ২০২৪

মানিকগঞ্জ-কুমিল্লায় ডেঙ্গুর প্রাদুর্ভাবে আলাদা ওয়ার্ডে চিকিৎসা (ভিডিও)

পার্থ সারথি

প্রকাশিত : ১৫:০৫, ২৭ আগস্ট ২০২৩ | আপডেট: ১৫:০৬, ২৭ আগস্ট ২০২৩

মানিকগঞ্জ ও কুমিল্লায় ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ায় আলাদা ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে রোগীদের। তবে জেলা দুটিতে ডেঙ্গুতে কারো মৃত্যু ঘটেনি।

মানিকগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, নতুন শতাধিকসহ জুলাই থেকে আগস্টের শেষ সপ্তাহ পর্যন্ত ১৬শ এর বেশি ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছে। 

মানিকগঞ্জ জেনারেলসহ উপজেলা হাসপাতালগুলোতে চিকিৎসাধীন রয়েছে দেড় শতাধিক ডেঙ্গু রোগী। 

জেনারেল হাসপাতালের সংরক্ষিত ৫০ শয্যার ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসা পাচ্ছেন রোগীরা। প্রয়োজনে নেয়া হয়েছে শয্যা বাড়ানোর প্রস্তুতিও।

মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের ইনচার্জ কাউসার আহম্মেদ বলেন, "ডেঙ্গু রোগীর জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হয় ফ্লুয়িডের, আর ফ্লুয়িডের ঘাটতি এখন পর্যন্ত আমরা দেখিনি। স্থানীয় কর্তৃপক্ষ  এ ব্যপারে সচেতন রয়েছে।" 

কুমিল্লায়ও মৃত্যু না হলেও বাড়ছে ডেঙ্গু রোগী। 

কুমিল্লা মেডিকেল কলেজ ও বিশেষায়িতসহ উপজেলা হাসপাতালগুলোতে চালু রয়েছে ডেঙ্গু ওয়ার্ড ও কর্নার।

এমএম// 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি