ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রোটারি ক্লাবের উদ্যোগে শ্রীমঙ্গলে পাঠাগার স্থাপন

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১০:০১, ৩ সেপ্টেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রোটারি ক্লাবের উদ্যোগে পল হ্যারিস রোটারির উচ্চ বিদ্যালয়ে পাঠাগার স্থাপন করা হয়েছে।

শনিবার বিকালে এ পাঠাগারের উদ্বোধন করেন রোটারী ক্লাব অব সিলেট অঞ্চলের ডিস্ট্রিক্ট গভর্নর  ইঞ্জিনিয়ার মো. মতিউর রহমান।

শ্রীমঙ্গল রোটারি ক্লাবের প্রেসিডেন্ট সুব্রত দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পাস্ট প্রেসিডেন্ট ও রোটারিয়ান সামিনা ইসলাম। 

এছাড়াও আরও উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব শ্রীমঙ্গলের জেনারেল সেক্রেটারি মশিউর রহমান রিপন এমপিএইচএফ, রোটারিয়ান সিরাজুল ইসলাম চৌধুরী, রোটারিয়ান হুমায়ুন কবির, রোটারিয়ান আতিকুল আম্বিয়া, রোটারিয়ান অবিনাশ আচার্য, রোটারিয়ান সাজ্জাদুর রহমান চৌধুরী, রোটারিয়ান শাহ আরিফ আলী নাসিম, রোটারিয়ান শামসুল হক দীপু, রোটারিয়ান নাঈম সরফরাজ, রোটারিয়ান ফেরদৌস আলম, রোটারিয়ান রানা বণিক, রোটারিয়ান বিকুল চক্রবর্তী, রোটারিয়ান ইন্দিরা আচার্য, রোটারিয়ান সানজিদা আকতার ও রোটারিয়ান ডালিয়া হক লাবনী।

এর আগে দুপুরে শ্রীমঙ্গলে রোটারি ক্লাবের অফিসিয়াল ক্লাব ভিজিট অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে নবাগত রোটারিয়ানদের ব্যাজপিন পড়িয়ে বরণ করে নেন প্রধান অতিথি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি