ঢাকা, শুক্রবার   ০৯ মে ২০২৫

নারায়ণগঞ্জে সাংবাদিকদের নলেজ শেয়ারিং সেশন অনুষ্ঠিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৪, ১০ সেপ্টেম্বর ২০২৩ | আপডেট: ১৫:২৫, ১০ সেপ্টেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে ফ্যাক্টচেকিং বিষয়ক নলেজ শেয়ারিং সেশন সম্পন্ন হয়েছে। শ‌নিবার (৯ সেপ্টম্বর) এই কর্মশালা অনুষ্ঠিত হয় নিউজ পোর্টাল 'লাইভ নারায়ণগঞ্জ' এর কার্যাল‌য়ে।

অ্যাডভান্সিং লোকাল ইলেক্টোরাল রিপোর্টিং (অ্যালার্ট) ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় ইউরোপিয়ান ইউনিয়ন ও ইন্টারনিউজের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডি বাংলাদেশ ফ্যাক্ট চেকিং বিষয়ক এ অভিজ্ঞতা বিনিময় কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় বৈশাখী টে‌লি‌ভিশ‌নের র‌ফিকুল ইসলাম রফিক, মানবজ‌মি‌নের বিল্লাল হো‌সেন র‌বিন, নয়া‌দিগ‌ন্তের কাম‌াল উদ্দিন সুমন, দেশ রূপান্ত‌রের কমল খান, দেশ‌ টি‌ভির বিল্লাল হোসাইন, দীপ্ত টি‌ভির গৌতম সাহা, এখন টি‌ভির আবির শিকদার, সম‌য়ের আলোর আরিফ হোসাইন, লাইভ নারায়ণগ‌ঞ্জের গোলাম রা‌ব্বি  অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ কর্মশালায় ফ্যাক্ট চেকিং কি, ফ্যাক্ট চেকিং কেন প্রয়োজন, কিভাবে ফ্যাক্ট চেকিং করতে হয়, ছবি, ভিডিও, তথ্য যাচাই প্রক্রিয়া, ভুল তথ্য, মিথ্যা তথ্য, গুজব, কোন সংবাদের ক্ষেত্রে ফ্যাক্ট চেক করতে হবে এবং যাচাই করার রিপোর্ট কিভাবে উপস্থাপন করতে হবে এসব বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এছাড়া ভুয়া তথ্য, ভিডিও যাচাই-বাছাই, সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে তথ্যের সঠিকতা যাচাইয়ের বিভিন্ন প্রক্রিয়া নিয়ে ধারনা দেয়া হয়।

প্রশিক্ষণ কর্মশালার সেশন পরিচালনা করেন নাগ‌রিক টে‌লি‌ভিশ‌নের  মোহাম্মদ কামাল হো‌সেন। কর্মশালা শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের নিয়ে গঠন করা হয় ফ্যাক্ট চেকিং নেটওয়ার্ক।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি