ঢাকা, সোমবার   ১৬ সেপ্টেম্বর ২০২৪

ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তির এক ঘণ্টার মধ্যে নারীর মৃত্যু

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৫৬, ১৬ সেপ্টেম্বর ২০২৩

নড়াইলে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মলিনা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার ভোর সাড়ে ৫টায় ডেঙ্গু জ্বর নিয়ে মলিনা ভর্তি হন। হাসপাতালে ভর্তির এক ঘণ্টার মধ্যে মারা যান তিনি।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকালে নড়াইল সদর হাসপাতালে তার মৃত্যু হয়। মলিনা লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের দরিমিঠাপুর গ্রামের লুৎফর রহমানের স্ত্রী।

সিভিল সার্জন ডাক্তার সাজেদা বেগম পলিন জানান, এ মওসুমে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে নড়াইলে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত এ জেলায় ৯৭৭ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। নড়াইল সদর, লোহাগড়া ও কালিয়া হাসপাতালে বর্তমানে ডেঙ্গু রোগী ভর্তি আছেন ৫৩ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২০ জন। এর মধ্যে সদর হাসপাতালে আটজন, লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাতজন এবং কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচজন ভর্তি আছেন।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি