ঢাকা, শনিবার   ২৭ জুলাই ২০২৪

কালকিনিতে পাগলা কুকুরের কামড়ে আহত অন্তত ১১

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৩৪, ১৭ সেপ্টেম্বর ২০২৩

মাদারীপুরের কালকিনিতে পাগলা কুকুরের কামড়ে অন্তত ১১ জন আহত হয়েছেন। ঘটনার পর থেকে এলাকার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

রোববার (১৭ সেপ্টেম্বর) সকাল ৮টার পর থেকে জেলার কালকিনি উপজেলার আলিনগর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এমন ঘটনা ঘটে। প্রাথমিকভাবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। 

আহতরা সবাই মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মাদারীপুর ২৫০ শয্যা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার নুরুল ইসলাম।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টার পর থেকে কালকিনি উপজেলার আলিনগর ইউনিয়নের ফাসিয়াতলা ও কালিগঞ্জ বাজার এলাকায় একটি পাগলা কুকুর পথচারীদের কামড়াতে থাকে। এতে অন্তত ১১ জন পথচারী আহত হন। পরে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

মাদারীপুর জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) নুরুল ইসলাম বলেন, সকাল সোয়া ৮টার পর ১১ জন রোগী কুকুরের কামড়ে আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে হাসপাতালে আসেন। তাদের সবাইকে পর্যায়ক্রমে ভ্যাকসিন দেওয়া হয়েছে।

পাগলা কুকুরের কামড়ের খবরে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি