ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কুড়িগ্রামে দুই স্কুলছাত্র নিখোঁজ, দুঃশ্চিতায় পরিবার

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৫৪, ২৩ সেপ্টেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে স্কুলে যাওয়ার কথা বলে আইয়ুব আলী (১৩) ও নিরব (১১) নামের দুই স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। 
 
শুক্রবার (২২ সেপ্টেম্বর) নিখোঁজ দুই স্কুলছাত্রের সন্ধানে ভুরুঙ্গামারী থানায় সাধারণ ডাইরি করেছে তাদের পরিবার।

নিখোঁজ স্কুলছাত্র আইয়ুব আলী উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের বারুইটারী গ্রামের নুরুন্নবীর ছেলে ও পাটেশ্বরী বরকতিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। নিরব একই এলাকার জহুরুল ইসলামের ছেলে। সে ওই স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র।

স্কুলছাত্র দুজনের চাচা আক্তার আলী বলেন, নিখোঁজ আইয়ুব আলী ও নিরব আমার ভাতিজা। তারা বৃহস্পতিবার স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। পরে আর বাড়িতে ফিরে আসেনি। সব আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজ খবর নিয়েছি কোথাও নাই। পরিবার থেকে রাগারাগি করাও হয়নি। হঠাৎ এমনটা হলো কেন আমরা বুঝতে পারছি না। তারা প্রতিদিন স্কুল শেষ করে টিউশনি করেই বাড়ি আসে।

খবর নিয়েছি তারা নাকি স্কুলেও যায়নি। কেউ যদি আমার ভাতিজা দুজনের সন্ধান দিতে পারতো তাহলে দুশ্চিতা মুক্ত হতাম।

পাটেশ্বরী বরকতিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকনুরজ্জামান বলেন, আমি বিষয়টি জানতে পেরেছি। তারা তো স্কুলে আসে নাই। হয়তো স্কুলের কথা বলে অন্য কোথাও পালিয়েছে।

ভুরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, দুই ছাত্র নিখোঁজ হয়েছে এমন একটি জিডি পেয়েছি। তাদের পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজ খবর নিচ্ছেন। আমরাও চেষ্টা চালাচ্ছি। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি