ঢাকা, শুক্রবার   ০৩ মে ২০২৪

নারায়ণগঞ্জে গ্যাস লাইনে বিস্ফোরণ, দুই নারীর মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১১:৫৪, ২৪ সেপ্টেম্বর ২০২৩

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বহুতল ভবনে অবৈধ গ্যাস লাইনে বিস্ফোরণের ঘটনায় একই পরিবারের চারজন অগ্নিদগ্ধ হয়েছেন। এর মধ্যে জাতীয় শেখ হাসিনা বার্ন ইনিস্টিউটে চিকিৎসাধীন অবস্থায় নিপা ও সায়মা  নামে দুই নারী মারা গেছেন।

শনিবার (২৩ সেপ্টেম্বর) মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি বাচ্চু মিয়া। শুক্রবার দিবাগত গভীর রাতে আড়াইহাজার থানাধীন আড়াইহাজার পৌরসভার  এলাকায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন সোহাগ তালুকদার (৩৫), হাসিনা মমতাজ  (৫৫)।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক ফখরুদ্দিন জানান, দিঘিরপাড় এলাকার সফর আলী ভূইয়া কলেজের পূর্ব পাশে ছানাউল্লা মিয়ার বাড়ির ৪র্থ তলার পশ্চিম পাশের ফ্ল্যাটে থাকা অবৈধ গ্যাস লাইন থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় ফ্ল্যাটে থাকা চারজন আহত হন। এর মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক ছিল। 

তাদের উদ্ধার করে প্রথমে আরাইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শেখ হাসিনা জাতীয় বার্ন ইন্সটিটিউটে প্রেরণ করেন।

এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি বাচ্চু মিয়া জানান, নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিষ্ফোরণের ঘটনায় কানিজ খাদিজা  নিপা  (৩৯) ও সাইমা আক্তার (৪০) দুই দগ্ধ নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি