ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

চেতনানাশক স্প্রে করে সর্বস্ব লুট

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১০:১৬, ২৬ সেপ্টেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

যশোরের শার্শায় ঘরে ঢুকে চেতনানাশক স্প্রে করে তিন ভরি সোনা ও পৌনে ২ লাখ টাকা লুটে নিয়েছে দুর্বৃত্তরা। এতে ওই পরিবারের ৪ সদস্য অসুস্থ অবস্থায় বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। 

অসুস্থরা হলেন গৃহকর্তা সেলিম হোসেন (৫০), তার স্ত্রী আকলিমা খাতুন (৩৪), মেয়ে সাদিয়া (২৪) ও মারিয়া (৯)।

রোববার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার কায়বা ইউনিয়নের ভবানিপুর গ্রামের সেলিম হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সেলিম হোসেন বাদী হয়ে শার্শা থানায় একটি অভিযোগ দিয়েছেন।

ভুক্তভোগীদের নিকট আত্মীয়রা জানান, রোববার বিকালে কৌশলে বাড়িতে ঢুকে পরিবারের সব সদস্যদের চেতনানাশক স্প্রে করে দুর্বৃত্তরা। সঙ্গে সঙ্গে তারা অচেতন হয়ে পড়েন। পরে ঘরে থাকা সাড়ে তিন ভরি ওজনের সোনার গহনা ও আলমারিতে রাখা নগদ ১ লাখ ৮০ হাজার টাকা লুটে নেয়। সকালে প্রতিবেশী ও স্বজনরা তাদের চিকিৎসার ব্যবস্থা করেন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আকিকুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি এবং বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জকে ঘটনাস্থল পরিদর্শন করতে বলেছি। পরিদর্শন শেষে তদন্ত পুর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি