ঢাকা, বৃহস্পতিবার   ১০ অক্টোবর ২০২৪

মুন্সিগঞ্জে জমকালো আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৪, ২৯ সেপ্টেম্বর ২০২৩

জমকালো আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করেছে মুন্সিগঞ্জ পৌরসভা। শুক্রবার বিকেলে মুন্সিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ এলাকায় ২৫ হাজার মানুষ জড়ো হন এ উৎসবে। 

দুপুরের পর থেকেই জেলার বিভিন্ন স্থান থেকে জড়ো হন তারা পরে সেখানে বেলুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন এবং মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ ফয়সাল বিপ্লব। সেসময় জন্মদিন পালনে ৭৭ কেজি কেক কাটা হয়। পরে প্রধানমন্ত্রী, তার পরিবার এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত করা হয়। 

অনুষ্ঠানে বক্তারা আগামী নির্বাচনে শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী করার অঙ্গীকার করেন পাশাপাশি পৌরসভার মেয়র মোহাম্মদ ফয়সাল বিপ্লবকে নৌকায় মনোনয়ন দেয়ার আহ্বান জানান অনুষ্ঠানে আসা মানুষজন।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি