ঢাকা, বুধবার   ২৮ জানুয়ারি ২০২৬

কুড়িগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত : ১৫:২২, ১৪ অক্টোবর ২০২৩

Ekushey Television Ltd.

কয়েকদিনের বৃষ্টিতে পাছগাছীতে রেলসেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় কুড়িগ্রামের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। 

সেতুর নিচে ইটের তৈরি পিলার ধ্বসে যাওয়ায় ঝুঁকি এড়াতে এই পথে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। 

রেল কর্তৃপক্ষ জানায়, গেল রাত থেকে সেতুটি মেরামতের কাজ চলছে। এর ফলে কুড়িগ্রাম থেকে সরাসরি ঢাকা যাতায়াতকারী কুড়িগ্রাম এক্সপ্রেস, কুড়িগ্রাম থেকে পারবতীপুর যাতায়াতকারী একটি লোকাল ট্রেন ও কুড়িগ্রাম থেকে কাউনিয়া রেলস্টেশন পর্যন্ত যাতায়াতকারী একটি শ্যাটল ট্রেন চলাচল বন্ধ রয়েছে। 

আজ শনিবার সন্ধ্যার দিকে কুড়িগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি