ঢাকা, রবিবার   ১১ মে ২০২৫

রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ হত্যার প্রধান সমন্বয়কারী সমিউদ্দিন আটক

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪৪, ১৬ অক্টোবর ২০২৩ | আপডেট: ১৫:৪৭, ১৬ অক্টোবর ২০২৩

Ekushey Television Ltd.

রোহিঙ্গাদের শীর্ষ নেতা মহিবুল্লাহ হত্যাকান্ডের প্রধান সমন্বয়কারী ও আরসা কমান্ডার নুর কামাল ওরফে সমিউদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। 

সোমবার (১৬ অক্টোবর) এ তথ্য জানায় র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী। এর আগে রোববার রাত ৯টার দিকে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা আশ্রয়শিবিরের কুতুপালং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়  দেশি-বিদেশি অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে। সমিউদ্দিন মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী  আরাকান স্যালভেশন আর্মির (আরসা) মোস্ট ওয়ান্টেড কিলার গ্রুপের প্রধান।

প্রসঙ্গত, ২০২১ সালের ২৯ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে উখিয়া রোহিঙ্গা আশ্রয় শিবিরের কুতুপালং লম্বাশিয়া ক্যাম্প ১ ইষ্ট ব্লক ডি -৭ এ রোহিঙ্গা নেতা মাস্টার মুহিবুল্লাহ বন্দুকধারীদের গুলিতে নিহত হন। তার সঙ্গে রোহিঙ্গা স্বদেশে প্রত্যাবাসন নিয়ে আরসার সঙ্গে বিরোধ ছিল। 

এ জন্য তাকে আরসা হত্যা করেছে বলে অভিযোগ রয়েছে। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি