ঢাকা, বুধবার   ১১ ডিসেম্বর ২০২৪

কলারোয়া সীমান্তে মাদকদ্রব্যসহ ভারতীয় ৩ নাগরিক আটক

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশিত : ১০:৩১, ২৮ অক্টোবর ২০২৩

সাতক্ষীরা সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ৩ ভারতীয় নাগরিককে আটক করেছে কলারোয়া থানা পুলিশ। 

শুক্রবার বিকালে এ তথ্য জানান থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর  রহমান।

আটককৃতরা হলেন ভারতের উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা থানার চাঁদপাড়া (ঢাকুরিয়া) এলাকার মৃত পশুপতি কর্মকারের ছেলে দিপংকর কর্মকর (৩৫), বনগাঁ থানার প্রমোদনগর গ্রামের মৃত রাম ঢালীর সাধন ঢালী (৩৬) ও একই গ্রামের মন্টু বিশ্বাসের ছেলে প্রসেনজিৎ বিশ্বাস (৩০)।

এ সময়ে তাদের কাছ থেকে ভারতীয়  ৯ বোতল মদ, ৩ বোতল এলএসডি জব্দ করা হয়। 

ওসি জানান, সীমান্ত এলাকায় ভারতীয় ৩ নাগরিক সন্দেহজনক ঘোরাঘুরি করছে বিশেষ সোর্স মারফাত এই সংবাদ পেয়ে তাদের আটক করা হয়। এঘটনায় কলারোয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি