ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ঢাকা-আরিচা মহাসড়কে যানবাহনের সংকট, হেঁটে গন্তব্যে যাওয়ার চেষ্টা

সাভার প্রতিনিধি

প্রকাশিত : ১২:১৫, ২৮ অক্টোবর ২০২৩

Ekushey Television Ltd.

বিএনপির সমাবেশ উপলক্ষে রাজধানীর প্রবেশ মুখ ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজারে চেকপোস্ট বসিয়ে তল্লাশী চালাচ্ছে পুলিশ। তৃতীয় দিনের মত এ তল্লাশী চালানো হচ্ছে।

শনিবার সকাল থেকেই মহাসড়কে যানবাহনের সংকট দেখা গেছে। অনেকেই যানবাহন না পেয়ে পায়ে হেঁটে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। 

এদিকে তল্লাশীর সময় বিএনপির প্রায় অর্ধ শতাধিক নেতাকর্মীকে আটক করেছে। পুলিশ বলছে, যাদের নামে গ্রেপ্তারী পরোয়ানা আছে তাদেরকেই আটক করা হচ্ছে। এছাড়া কেউ যেন নাশকতা করতে না পারে সেজন্য পুলিশ চেক পোষ্ট বসিয়ে যানবাহনে তল্লাশী চালাচ্ছে। 

ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম আব্দুল্লাহিল কাফি বলেন, নাশকতা রোধে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার, মিরপুর বিরুলিয়া ও বাইপাইল আব্দুল্লাহপুর মহাসড়কে পুলিশ চেকপোস্ট বসিয়েছে।

এদিকে, সকাল থেইে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমানের নির্দেশে সাভারের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীরা সর্তক অবস্থানে রয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি