ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

র‌্যাবের হাতে আটক বিএনপি নেত্রী মুন্নি

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪৩, ৫ নভেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবিরা সুলতানা মুন্নিকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। 

শনিবার দিবাগত রাতে যশোর শহরের ঘোপ জেল রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-৬, যশোরের কোম্পানী কমান্ডার মোহাম্মদ সাকিব হোসেন জানান, গত ৩১ অক্টোবর ঝিকরগাছা উপজেলায় বিএনপির একটি মিছিল থেকে ইটপাটকেল নিক্ষেপ করে পুলিশের উপর হামলা চালানো হয়। এ ঘটনায় ঝিকরগাছা থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার এজাহারনামীয় আসামি সাবিরা সুলতানা মুন্নিকে ঘোপ জেল রোড এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেফতারকৃত সাবিরা সুলতানা মুন্নি বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। তিনি এর আগে উপজেলা চেয়ারম্যান ছিলেন। এছাড়াও তিনি ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন।

বিষয়টি নিশ্চিত করে বিএনপির নির্বাহী কমিটির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত জানান, গতরাতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ঝিকরগাছা উপজেলার সাবেক চেয়ারম্যান সাবিরা নাজমুল মুন্নীকে যশোর শহরের একটি বাসা থেকে র‌্যাব তুলে নিয়ে গেছে। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি