ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

খোকসায় জাসদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুনর্মিলন 

খোকসা প্রতিনিধি

প্রকাশিত : ২০:১৩, ৯ নভেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

আগুন সন্ত্রাস ও দেশবিরোধী কার্যকলাপ পরিচালনা করে ক্ষমতায় আসা যাবে না। যথাসময়ে সংবিধান মোতাবেক নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশি-বিদেশে কোন চক্রান্তই আগামী জাতীয় সংসদ নির্বাচন কে বানচাল করতে পারবে না।  বিকেলে খোকসা বাস স্ট্যান্ডে জাসদের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পুনর্মিলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় জাসদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য রোকনুজ্জামান এ কথা বলেন। 

খোকসা উপজেলা জাসদের সভাপতি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমারখালী উপজেলা জাসদের সাধারণ সম্পাদক এডভোকেট জয়দেব বিশ্বাস, জেলা জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক অসিত সিংহ রায়, জাসদ নেতা বদিউজ্জামান দুর্জয়, মজনু প্রামানিক, মোহাম্মদ আলী , মোতাহার হোসেন খোকন ও
 সাইমুন মালা প্রমুখ ।

উপজেলা জাসদের সাধারণ সম্পাদক সাইফুজ্জামান রুবেলের সঞ্চালনায় পুনর্মিলন অনুষ্ঠানে উপজেলা বিভিন্ন প্রান্ত থেকে জাসদের ত্যাগী প্রায় দুই শতাধিক নেতা কর্মীরা উপস্থিত হয়।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি