ঢাকা, শনিবার   ২৭ জুলাই ২০২৪

নিম্নচাপের প্রভাবে উপকূলে বৃষ্টি, সাগর উত্তাল

কুয়াকাটা-কলাপাড়া প্রতিনিধি

প্রকাশিত : ১১:৪১, ১৬ নভেম্বর ২০২৩

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি উত্তর দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর কিছুটা উত্তাল রয়েছে। 

বৃহস্পতিবার সকাল থেকে পটুয়াখালীর কুয়াকাটা-কলাপাড়ায় গুড়ি গুড়ি বৃষ্টির সঙ্গে আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে।

নিম্নচাপটি মধ্যরাতে পায়রা সমুদ্র বন্দর থেকে ৮৩০ কিলোমিটার, মোংলা সমুদ্র বন্দর থেকে ৪৩৫ কিলোমিটার, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে ৯০৫ ও চট্রগ্রাম সমুদ্র বন্দর থেকে ৯৫৫ কিলোমিটার দক্ষিন পশ্চিমে অবস্থান করছিল। 

নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে আবহাওয়া অফিসের সর্তকবার্তা রয়েছে। তাই পটুয়াখালী পায়রাসহ সকল সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। 

গভীর সমুদ্রে মাছধরা ট্রলারসমূহকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হলেও অধিকাংশ মাছধরা ট্রলার এখনও সাগরে অবস্থান করছে বলে দাবি স্থানীয় জেলেদের।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি