ঢাকা, শনিবার   ২৭ জুলাই ২০২৪

দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে নাব্যতা সংকট, চলাচল ব্যাহত

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১২:৪০, ৩ ডিসেম্বর ২০২৩ | আপডেট: ১২:৪২, ৩ ডিসেম্বর ২০২৩

রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে নাব্যতা সংকট দেখা দিয়েছে। এতে গত একমাস ধরে এ নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। নাব্যতার কারণে অতিরিক্ত চার কিলোমিটারের বেশি পথ ঘুরে আসতে হচ্ছে ফেরিগুলো।

স্বাভাবিক সময়ে দৌলতদিয়া থেকে পাটুরিয়া ঘাটে ফেরি যেতে ২০-২৫ মিনিট সময় লাগলেও বর্তমানে নদীতে ফেরি চলাচলের চ্যানেলে পলি পড়ে ভরাট হওয়ায় ও ডুবোচর দেখা দেওয়ায় নাব্য সংকট চরম আকার ধারণ করেছে। এতে প্রতিটি ফেরি পারাপার হতে সময় লাগছে এক ঘন্টারও বেশি।

দ্বিগুনেরও বেশি সময় লাগায় পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাস সঠিক সময়ে গন্তব্যে পৌঁছাতে পারছেনা। বর্তমানে এ নৌ-রুটে ১২টি ফেরি চলাচল করছে।

বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ জানায়, চ্যানেলে পলি পরে ভরাট হওয়ায় ও ডুবোচর দেখা দেওয়ায় ফেরি চলাচলে বাঁধা পাচ্ছে। এতে কয়েক কিলোমিটার নদী পথ ঘুরে ঘাটে আসতে হচ্ছে ফেরি গুলোকে। তবে ফেরি চলাচল স্বাভাবিক রাখতে ড্রেজিং কার্যক্রম চলমান রয়েছে বলে জানায় কর্তৃপক্ষ।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি