ঢাকা, শনিবার   ২৭ জুলাই ২০২৪

সিলেট ওসমানী বিমানবন্দরে ৩৪ কেজি সোনাসহ ৪ জন যাত্রী আটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৪, ৮ ডিসেম্বর ২০২৩ | আপডেট: ১৯:৩৫, ৮ ডিসেম্বর ২০২৩

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩৪.১৫ কেজি ওজনের ২৮০ পিস সোনারবারসহ  ৪ জন যাত্রীকে আটক করেছে। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর কর্তৃপক্ষ আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে এসব সোনাসহ তাদের আটক করে।
তাৎক্ষণিকভাবে আটককৃত যাত্রীদের নাম-পরিচয় জানা যায়নি। 

আজ শুক্রবার সকালে দুবাই থেকে আসা বাংলাদেশ এয়ারলাইন্সের (বিজি-২৪৮) ফ্লাইট থেকে এসব সোনার বার জব্দ করা হয়।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত উপ-পরিচালক মুনমুন আক্তার দীনা সোনা আটকের বিষয়টি বাসসকে নিশ্চিত করেছেন। 

বিমানবন্দর সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৮টা ৫৩ মিনিটে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের (বিজি- ২৪৮) ফ্লাইট থেকে ২৮০টি সোনার বার ও ৬টি সোনার বল জব্দ করা হয়। এসব সোনার ওজন ৩৪ কেজি ১৫ গ্রাম। এ সময় ৪জন যাত্রীকে আটক করা হয়েছে।

কেআই//


Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি