ঢাকা, সোমবার   ০৫ মে ২০২৫

যশোরে পাঁচ থানার ওসি একযোগে বদলি

বেনাপোল প্রতিনিধি

প্রকাশিত : ০৯:১০, ৯ ডিসেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোরের পাঁচ থানার ওসিকে একযোগে বদলি করা হয়েছে। 

পুলিশের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ জহিরুল ইসলামের স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

বদলিকৃত ওসিরা হলেন, শার্শা থানার ওসি এসএম আকিকুল ইসলামকে অভয়নগর থানায়, অভয়নগর থানার ওসি এবিএম মেহেদী হাসানকে মণিরামপুর থানায়, মণিরামপুর থানার ওসি মনিরুজ্জামানকে শার্শা থানায়, বেনাপোল পোর্ট থানার ওসি কামাল হোসেন ভূইয়াকে ঝিকরগাছা থানায়, ও ঝিকরগাছা থানার ওসি সুমন ভক্তকে বেনাপোল পোর্ট থানায় বদলি করা হয়েছে।

যশোর কোতয়ালি, কেশবপুর, চৌগাছা ও বাঘারপাড়া থানার ওসিদেরও বদলি করা হবে বলে জানা গেছে। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে যেসব ওসি বর্তমান কর্মস্থলে ছয় মাসের বেশি সময় ধরে চাকরি করছেন, প্রথমে তাদের ও পরে পর্যায়ক্রমে সারাদেশে ওসি বদলির নির্দেশ দেয় নির্বাচন কমিশনার।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি